একটি সতর্কতামূলক বিজ্ঞাপ্তি
একটি প্রতারক চক্র সম্প্রতি মহিলা বিষয়ক অধিদপ্তর/মন্ত্রণালয়ের নাম করে মহিলা বিষয়ক অধিদপ্তর, বান্দরবানের প্রশিক্ষণার্থী ও উপকারভোগীদেরকে ফোন করে ব্যাংক একাউন্ট ও এটিএম কার্ডের তথ্য নেওয়ার চেষ্টা করছে মর্মে জানা গেছে। এমতাবস্থায় সকল উপকারভোগীকে ব্যাংক হিসাবের কোনো তথ্য কাউকে না দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। এদেরকে ব্যাংক হিসাবের তথ্য দিলে ভাতাভোগীর আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হবেন। উল্লেখ্য যে, কোনো কারণেই মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে তাদের কোনো উপকারভোগীর এটিএম কার্ডের তথ্য দরকার হয় না এবং এ সংক্রান্ত তথ্য চাওয়া হয় না।
|
উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস